Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবিয়ে বাড়ি ভেঙে দিল বন্য হাতি, মেরে ফেলল গরু সহ হাঁস মুরগি

বিয়ে বাড়ি ভেঙে দিল বন্য হাতি, মেরে ফেলল গরু সহ হাঁস মুরগি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : বিয়ে বাড়িতে আক্রমণ করল বন্য হাতি। ভেঙে গুঁড়িয়ে দেয় বিয়ে বাড়ির গেট। নষ্ট করে বাড়ি ঘরের সাজ সজ্জা। এবং হাতের আক্রমণে মৃত্যু হয় গরু সহ বাড়ির হাঁস মুরগির। ঘটনার বিবরণে জানা যায়, কৃষ্ণপুর বিধানসভা এলাকায় কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘ বছর ধরে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে আসছে।

 বিভিন্ন সময় বাড়িঘরে প্রবেশ করে ভাঙচুর করছে হাতির দল। সোমবার ভোর চারটার নাগাদ কৃষ্ণপুর এলাকায় প্রদীপ ভৌমিকের বিয়ে বাড়িতে তান্ডব চালায় বন্যহাতি। ভেঙেচুরে নষ্ট করে সাজসজ্জা। ধান খাওয়ার সন্ধানে গবাদি পশু উপরও আক্রমণ চালায়। যদিও ঘটনার খবর পেয়ে সোমবার সকালে তেলিয়ামুড়া বন দপ্তরের রেঞ্জার এবং কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে স্থানীয়দের আরো অভিযোগ যে হাতে যে সোমবার ভোর চারটা নাগাদ আক্রমণ করেছে সে হাতে যে আগেও একাধিকবার আক্রমন সংগঠিত করেছে তাদের বাড়ি ঘরে। এভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাদের। সোমবার বিয়ে উপলক্ষে সমস্ত কিছু সাজানো গোছানো ছিল। এর মধ্যে এ আক্রমণ তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে বলে মনে করছে ক্ষতিগ্রস্ত পরিবার। কিন্তু একাবাসীর অভিযোগ প্রতিবারই ঘটনার পর প্রশাসনিক কর্মীরা ছুটে গিয়ে সহযোগিতা এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে কাজের কাজ কিছুই হয় না। তাই স্থায়ী সমাধানের দাবিতে এলাকবাসীরা পথ অবরোধ করে। তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা বন আধিকারিক, মহকুমা শাসক অফিসের ডি সি এম, তহশিল দার সহ অন্যান্যরা। তারপর বনদপ্তরে আধিকারিকরা পথ অবরোধকারীদের আশ্বস্ত করেন এখন থেকে প্রতি রাতে বন দপ্তরের কর্মীরা টহলদারিতে থাকবে। এছাড়াও রবিবার রাতের ঘটনায় ক্ষতিপূরন আগামী এক সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলছ আশ্বাস দেওয়া হলে এলাকবাসীরা পথ অবরোধ মুক্ত করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য