স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : চাম্পাহওয়ার থানাধীন তুলাশিখর বাদলা বাড়ি সোনাছাড়া গ্রামের বাসিন্দা অমেন্দ্র দেববর্মা রবিবার বিকালে শালীকার বাড়ি থেকে ফেরার পথে সেই এলাকারই দুই যুবক তাকে প্রচন্ডভাবে মারধোর করে। শেষে তাকে প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, তারপর চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দিলে আহত অমেন্দ্র নিজ বাড়িতে চলে যায়।
কিন্তু রাতে তার বুকে পিঠে ব্যথা ওঠে কোন রকম রাত কাটিয়ে সোমবার সকালে খোয়াই জেলা হাসপাতালে চলে আসে চিকিৎসার জন্য। অমেন্দ্রর বাবা জানান, সে একজন ১০ হাজার ৩২৩ -এর শিক্ষক। চাকুরী হারিয়ে বর্তমানে ব্যবসার সাথে জড়িত। কোন কারণবশত রবিবার বিকালে অমেন্দ্র শালিকার বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে গ্রামের মনোজ দেববর্মা এবং সামুয়েল দেববর্মা অমেন্দ্রকে রাস্তায় পেয়ে প্রচন্ডভাবে মারধর করে। পুলিশের তদন্তে বের হয়ে আসতে পারে ঘটনার মূল রহস্য।