স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রবীন্দ্র ভবনে সামনে থেকে জেলাভিত্তিক কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম জেলার নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব।
প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানান, নারী শক্তির দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এবং নারীদের অধিকার কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকেও নজর দিয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার কাজ করে চলেছে। এবং এই নারী দিবসকে সামনে রেখে ৪-৬ মার্চ পর্যন্ত নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সারা রাজ্যে চলছে এই কর্মসূচি। বিভিন্ন জেলাতে হচ্ছে এ কর্মসূচির আয়োজন।