স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : রাজ্যকে নেশা মুক্ত করা হবে যে কোন অবস্থায়। সোমবার উদয়পুর তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্সদের জন্য তিনটি আবাসনের উদ্ধোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুবকদের নেশা থেকে যেমন বিরত রাখার জন্য রাজ্য সরকার কাজ করছে, ঠিক অভিভাবকদেরও সজাগ থাকতে হবে ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে এবং কি করছে।
মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ টেনে বলেন, সরকার ত্রিপুরা রাজ্যকে মেডিকেল হাব তৈরি করতে চাইছে। বিশেষ করে কোন রোগ হলে রাজ্যের বাইরে যাওয়ার টেন্ডেন্সি পরিবর্তন করতে চাইছে। যাতে রাজ্যে সব ধরনের স্বাস্থ্য পরিষেবা রোগীরা সুযোগ পায় তার জন্য ঢেলে সাজানো হচ্ছে। রাজ্য সরকার ১১টি সুপার স্পেশালিটি খোলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে সাতটি সুপার স্পেশালিটি খোলা হয়েছে। রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে ডেন্টাল কলেজ খোলা হয়েছে। এর মধ্যে এক অভূতপূর্ব পরিষেবা রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন দীর্ঘ ২৩ বছর ধরে রাজ্যে চিকিৎসকদের পদোন্নতি বন্ধ ছিল। বর্তমান সরকার পদোন্নতি দিয়ে চিকিৎসকদের উৎসাহিত করেছেন।
এই আবাসনগুলি নির্মাণ করতে ব্যয় হয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাটক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।