Monday, March 17, 2025
বাড়িরাজ্যজমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে, রক্তাক্ত ১

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে, রক্তাক্ত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : যুবরাজনগর ব্লকের অধীন ঢ়ুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে, রক্তাক্ত এক। আহত ব্যক্তিকে রেফার করা হয় শিলচর। জানা যায়, সোমবার বিকেলে ঘটে এই রক্তারক্তি ঘটনা। শাবল দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় প্রথমে ধর্মনগর হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রেফার করা হয় আহত ব্যক্তিকে।

 অভিযোগ গ্রামের বাসিন্দাদের মধ্যে ৭- ৮ বছর যাবত সমস্যা চলছিল। সোমবার বিকেলের দিকে মইনুল হক তার ছেলে রাউল উদ্দিন এবং স্ত্রীকে নিয়ে যখন বাড়িতে ফিরছিল তখন জসিম মিয়ার বাড়ির সামনে আসতে তারা গাড়ি আটকে মইনুল হককে নামিয়ে শাবল দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে। পাশাপাশি মইনুল হকের সাথে থাকা অর্থ লুট করে নিয়ে যায়, এবং তার মোবাইলটিও নিয়ে যায়। মইনুল হকের ছেলে রাহুল উদ্দিনকে এবং তার মাকেও মারধর করে। রাহুল উদ্দিন তার বাবাকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে।

 সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় থাকায় কর্তব্যরত চিকিৎসকরা মইনুল হককে বহির্রাজ্যে প্রেরণ করা হয়। এদিকে রাউল উদ্দিন জানায় যারা তাদেরকে মারধর করেছে তারা তাদের আত্মীয়-স্বজন। এই মর্মে রাহুল উদ্দিন ধর্মনগর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন। তার পিসির ছেলে জসিম মিয়া, হাসিম মিয়া, শাহারুল ইসলাম, হাসনা বেগম, জইরুন বিবি এবং হিরা মিয়া সমমেলিত ভাবে তাদের উপর আক্রমণ করেছে। পুলিশ এলাকা থেকে রক্তাক্ত শাবল এবং জামাকাপড় উদ্ধার করেছে। তাছাড়া অভিযোগ করা বিবাদীদের এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এলাকার পরিস্থিতি থমথমে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য