স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : বুধবার ২৬ জানুয়ারি অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সীমান্ত রক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ’র বি জি বি জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
আগরতলার আখাউড়া ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যস্থানে দাঁড়িয়ে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বিএসএফ’র ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের ইন্সপেক্টর জেনারেল সুশান্ত কুমার নাথ জানান সামাজিক অনুষ্ঠানে এভাবে দুই দেশের বাহিনী নিজেদের মধ্যে যে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় করে এর ফলে উভয় বাহিনীর মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরো বেশি মজবুত হয়। বিশ্বাস এবং ভরসা সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ফলে উভয় সীমান্তে নিরাপত্তা রক্ষার কাজ খুব ভালোভাবে ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে করা সম্ভব হয়। আগামী দিনেও এমন শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবসের পাশাপাশি স্বাধীনতা দিবস, বাংলাদেশের বিজয় দিবস, বিজয়া দশমী, দেওয়ালী, ঈদ ইত্যাদি উৎসব এবং বিশেষ দিবস উপলক্ষে এক দেশের সীমান্তরক্ষী বাহিনী অপর দেশের সীমান্তরক্ষী বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টির প্যাকেট তুলে দেয় উপহার হিসেবে।