Friday, February 7, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হওয়ায় জটিল অস্ত্রোপচার সম্ভব হয়েছে : মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হওয়ায় জটিল অস্ত্রোপচার সম্ভব হয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার জিবিপি হাসপাতালে প্রথম সফল ওপেন হার্ট সার্জারির জন্য চিকিৎসক সহ মেডিক্যাল টিমকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই সাথে তিনি এই সফল অস্ত্রোপচারের কৃতিত্বের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কনক নারায়ণ ভট্টাচার্য সহ চিকিৎসক দলের প্রত্যেককে শুভেচ্ছা জানান এবং তাঁদের সাথে মত বিনিময় করেন। চিকিৎসক সহ মেডিক্যাল টিমকে সংবর্ধনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ফলেই এ ধরনের জটিল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। সামান্য চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যাবার হার কমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত যোজনার সম্পূর্ণ সুফল পেয়েছেন আয়ুষ্মান কার্ডধারী মাধবী রানি দাস।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ইতিহাসে একটি মাইল স্টোন স্থাপন করেছেন এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ। পূর্ণরাজ্য দিবসের প্রাকলগ্নে গত ২০ জানুয়ারি এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সিটিভিএস অ্যান্ড আইআর) ডিপার্টমেন্টের চিকিৎসকগণ সাফল্যের সঙ্গে প্রথমবার রাজ্যে ওপেন হার্ট সার্জারি করেছেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০২১ সালের ১৩ জুলাই কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সিটিভিএস অ্যান্ড আইআর) ডিপার্টমেন্ট চালু হয়েছিল। কার্ডিওলজি ওপিডি সার্ভিস চালু হয়েছে গত ২১ জানুয়ারি। এতে অন্তর্বিভাগে মোট ৮৩ জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন। তিনি জানান, কার্ডিয়াক ওটি-তে গত ২৪ জানুয়ারি পর্যন্ত ৪টি কার্ডিয়াক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে একটি ওপেন হার্ট সার্জারি, একটি ভাসকুলার বাইপাস, একটি পেরিকার্ডিয়াল সার্জারি ও একটি পেটেন্ট ডাক্টাস আর্টেরিওয়াস লাইগেশন। ডিএসএ ক্যাথ-ল্যাব ইতিমধ্যে চালু হয়েছে। এর ফলে পেসমেকার প্রতিস্থাপন, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি ও অ্যাঞ্জিওপ্লাস্টি, পেরিফেরাল অ্যান্ড ব্রেন অ্যাঞ্জিওপ্লাস্টি, ডায়ালিসিস রোগীদের জন্য পার্ম ক্যাথ করার ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত ক্যাথ ল্যাবে মোট ১৩১ জন পরিষেবা লাভ করেছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন।

তিনি বলেন, উত্তরপূর্ব ভারতে হৃদরোগের চিকিৎসার নিরিখে ত্রিপুরায় অত্যাধুনিক মেশিনপত্র উল্লেখ করার মতো। অত্যাধুনিক বিভিন্ন ধরনের মেশিন ইতিমধ্যেই এই ডিপার্টমেন্টে স্থাপন করা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার চিকিৎসা পরিষেবার উন্নতির ফলে এখন বহিঃরাজ্যে চিকিৎসার জন্য রোগীর সংখ্যাও অনেকটা হ্রাস পেয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ডা. কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম পাঁচ ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি করেন। সঙ্গে ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডা. সুরজিৎ পাল, মেডিক্যাল অফিসার ডা. অভিষেক দেববর্মা, পারফিউসানিস্ট (হার্ট-লাং যন্ত্র পরিচালক) সুজন সাহু, ফিজিশিয়ান অ্যাসিস্টেন্ট সুদীপ্ত মণ্ডল, স্ক্রাব নার্স জাহির হুসেন, অর্পিতা সরকার, সৌরভ শীল, মৌসুমী দেবনাথ, ও-টি অ্যাসিস্টেন্ট রতন মণ্ডল, জয়দীপ চক্রবর্তী, অমৃত মুড়াসিং, কোর্ডিনেটর অভিষেক দত্ত, রিচাশ্রী সরকার, কিষাণ রায় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আয়ুষ্মান প্রকল্পের অন্তর্গত হওয়ায় রোগীর এই অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ প্রত্যেকের হাতে শুভেচ্ছা স্মারক হিসাবে ফুলের স্তবক তুলে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য