স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : রাজ্যের ২৫ টি ডিগ্রি কলেজ সহ ত্রিপুরা বিশ্ব বিদ্যালয় ও এমবিবি বিশ্ব বিদ্যালয়ে এই বছর থেকে লাগু হতে চলেছে নয়া জাতীয় শিক্ষা নিতি। নতুন শিক্ষা নিতি অনুযায়ী কলেজ গুলিতে শিক্ষার পূর্বতন কাঠামো সম্পূর্ণ ভাবে পরিবর্তন হয়ে যাবে।
৪ বছরের কোর্স কেউ যদি এক বছর করার পর ছেড়ে দেয় তাহলে তাকে একটি শংসাপত্র দিয়ে দেওয়া হবে। এই শংসাপত্র দিয়ে পরবর্তী সময় সে অন্য কোন কলেজে ভর্তি হয়ে দ্বিতীয় বর্ষ থেকে পড়াশুনা করতে পারবে। দুই বছর কোর্স করার পর ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হবে। তিন বছর কোর্স করার পর ডিগ্রির সার্টিফিকেট প্রদান করা হবে। এবং চার বছর কোর্স করার পর যোগ্যতা সম্পন্ন মান দেওয়া হবে। নয়া শিক্ষা নিতি অনুসারে শিক্ষার সাথে ভোকেশনাল এডুকেশন যুক্ত করা হয়েছে। ভোকেশনাল এডুকেশন বাধ্যতা মূলক করা হয়েছে। এইটা আগে ছিল না। ছাত্র-ছাত্রীরা যেন ক্লাসে উপস্থিত থাকে তার জন্য একটা গ্রেডের ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষায় পাশের ক্ষেত্রে এই গ্রেড একটা যোগ্যতা মান হিসাবে কাজ করবে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী।
তিনি আরও বলেন রাজ্যের ২৫ টি ডিগ্রি কলেজের মধ্যে ২২ টি কলেজ রয়েছে অ্যাক্রিডিয়েশনের আওতায়। মহিলা মহা বিদ্যালয় ও লংতরাই ভ্যালি কলেজ অ্যাক্রিডিয়েশনের আওতায় ছিল না। এই দুইটি কলেজকেও এইবার অ্যাক্রিডিয়েশনের আওতায় নিয়ে আসা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান ত্রিপুরা বিধানসভায় টেকনো ইন্ডিয়া বিশ্ব বিদ্যালয় ও আর্য ভট্ট বিশ্ব বিদ্যালয় বিল। টেকনো ইন্ডিয়া বিশ্ব বিদ্যালয় ইতিমধ্যে তাদের পরিকাঠামো গড়ে তুলে ভর্তির জন্য বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। আর্য ভট্ট বিশ্ব বিদ্যালয়ও চেষ্টা করছে তাদের পরিকাঠামো গড়ে তোলার। এছাড়াও এম বিবি কলেজ ও উদয়পুরের নেতাজি সুভাষ মহা বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে। সহসাই তার কাজ শুরু হয়ে যাবে। অপরদিকে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের ২৫ টি সাধারন ডিগ্রি কলেজ গুলিতে নতুন শিক্ষা নিতি অনুসারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন শিক্ষা নিতি অনুসারে পাস কিংবা অনার্স নেই। একটি বিষয়কে মূল বিষয় হিসাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করতে হবে। ১৬ জুন থেকে সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এই কলেজ গুলিতে মোট ২৮ হাজার ৩৪২ জন ছাত্র-ছাত্রী ভর্তির ব্যবস্থা রয়েছে। গত বছর কলেজ গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিল ২৬ হাজার ৫৩৩ জন। বিশ্ব বিদ্যালয়ে নাম নথিভুক্ত করার পর এই সংখ্যা কমে দাড়ায় ২৫ হাজার ১৫ জন। এই বছর কলেজ গুলিতে ভর্তির জন্য আবেদন পত্র জমা পরেছে ৪৯ হাজার ৬৬২ টি। আগরতলা শহরের চারটি কলেজে সবচেয়ে বেশি আবেদন পত্র জমা পরেছে। নতুন চালু হওয়া তিনটি কলেজে কম আবেদন পত্র জমা পরেছে। সকল ছাত্র-ছাত্রীকে কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে। কোন ছাত্র-ছাত্রী কলেজের বাইরে থাকবে না। তবে হয়তো সকল ছাত্র-ছাত্রী নিজের পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবে না বলে জানান তিনি। সাধারন ডিগ্রি কলেজ গুলিতে ভর্তির বিষয়ে ৩০ জুন বিকাল ৩ টায় প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে ৪ জুলাই পর্যন্ত। ৬ জুলাই বিকাল ৩ টায় দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া চলবে ১৪ জুলাই পর্যন্ত। তারপর ১৯ জুলাই থেকে তৎক্ষণাৎ ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানান উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা।