Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যকোরবানি ইদের আগেরদিন চারটি গবাদিপশু চুরির অভিযোগ

কোরবানি ইদের আগেরদিন চারটি গবাদিপশু চুরির অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গৃহস্থের বাড়িতে চোরের দলের হানা দিয়ে চারটি গবাদি পশু চুরি করে নিয়ে যায়। ঘটনা সোমবার রাতে। জানা যায়, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বাইদ্যাদীঘি কসবা এলাকায় জ্যোৎস্না ভৌমিক বাড়িতে হানা দিয়ে তিনটি গবাদি পশু, সিপাহীজলা ঘোষপাড়া অতসী দাসের বাড়িতে হানা দিয়ে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল।

 কান্নাই ভেঙে পড়েন উভয় পরিবারে গৃহস্থরা। রাজ্যে প্রতিনিয়ত চোরির ঘটনায় অতিষ্ঠ জনগণ। আর এই চুরির পেছনে একমাত্র মূল কারণ হচ্ছে বর্তমানে যুগে বিভিন্ন নেশার সামগ্রীর সেবন করে নেশাগ্রস্ত হয়ে পড়ছে যুবকরা। বর্তমান সমাজে বিভিন্ন প্রকারে স্মার্ট নেশা সামগ্রী বিক্রি হচ্ছে রাজ্যের অলিগলি। নেশার সামগ্রী বিক্রি করে একদিকে যেমন নেশাকারবারীরা তাদের পকেট ভারী করছেন ঠিক তেমনি উল্টোদিকে এই সমস্ত নেশা কারবারিদের পেছন দিয়ে মদত দিয়ে রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ বাবুরাও টাকা কামিয়ে নিচ্ছেন। গোলাঘটি বিধানসভায় এরকম একই দিনে দুইটি বাড়ি থেকে চারটি গবাদি পশুর চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে উভয় পরিবারের গৃহস্থরা যখন তাদের গবাদি পশু পালিত ঘরে সামনে যান ঠিক সে সময়ই দেখতে পান তাদের ঘরে পালিত গবাদি পশুটি চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে উভয় পরিবারের গৃহস্হরা দারস্থ হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ উক্ত ঘটনা সঙ্গে জড়িত চোর গ্রেফতার করার জন্য মাঠে নামে। অন্যদিকে এলাকাবাসীর বক্তব্য বিশালগড় থানার পুলিশ কখনোই বাইদ্যাদীঘি এলাকার রাতে টহলধারে দেয় না। যা দরুন চোরের দল খুব সহজেই তাদের এই চুরির ঘটনা করে যাচ্ছে দিনের পর দিন। তবে এখন দেখার বিশালগড় থানার পুলিশ লোক দেখানোর জন্য যে তদন্তে নেমেছেন সে তদন্তে চোরদের আটক করতে পারে কিনা, সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত গৃহস্থ্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য