স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : রাস্তার পাশে নম্বরবিহীন মারুতি উদ্ধারের ঘটনার তদন্ত করছে বিশালগড় থানার পুলিশ। জানা গেছে মঙ্গলবার বিকেলে বিশালগড় মহকুমা শাসকের অফিস সংলগ্ন রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সন্দেহভাজন মারুতি দেখতে পান লোকজন। ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। মারুতি থানায় নিয়ে যায় পুলিস। চেষ্টা চলছে মারুতির মালিককে খোঁজে বের করার।
উল্লেখ, বিশালগড়ে চাঞ্চল্যকর পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটেছিল। ধারণা সেই ঘটনায় গাড়িটি ব্যবহার করা হতে পারে। পুলিস পুরো ঘটনার তদন্ত করছে। উল্লেখ্য, রাতে পিস্তল, দা, সাবল নিয়ে বিশালগড় এক পেট্রোল পাম্পে হানা দিয়ে লুট করার চেষ্টা করেছে ডাকাতের দল। পাল্টা প্রতিরোধ করার পর পালিয়ে যায় তারা। উল্লেখ্য, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পে গত ১৮ জুন গভীর রাতে হানা দেয় ডাকাত দল। ঘটনার বিবরণে জানা যায় পেট্রোল পাম্পের দুই নৈশ প্রহরী রাতের বেলায় ওনাদের ঘরে ঘুমিয়েছিলেন।
সেই সময় ডাকাত দলের ৫ সদস্য পিস্তল সহ দা ও লোহার রড নিয়ে এই নৈশ প্রহরীর ঘরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা নৈশ প্রহরীর ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় থাকা নৈশ প্রহরীর মুখ চেপে ধরে। এবং ওনার কাছে নগদ অর্থ সহ যা কিছু আছে দিয়ে দেওয়ার জন্য বলে। তখন ঐ নৈশ প্রহরী ও ডাকাত দলের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে। শব্দ শুনতে পেয়ে পেট্রোল পাম্পের অপর নৈশ প্রহরী লোহার রড নিয়ে এগিয়ে আসে। শেষ পর্যন্ত দুই নৈশ প্রহরীর প্রতিরোধের মুখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। ৯ দিন অতিক্রান্ত হয়ে গেল পুলিশ এই ঘটনার কোনো কিনারা করতে পারেনি। এখন দেখার বিষয় উদ্ধার হওয়া গাড়ি দিয়ে পুলিশ ঘটনার কোন কিনারা করতে পারে কিনা।