স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : ২০২৩ বিধানসভা নির্বাচনের পর তিপ্রা মথার বহু নেতৃত্ব ঘরে বসে আছে। তাই আগামী এক মাসের মধ্যে দলীয় নেতৃত্বদের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন যারা নির্বাচনের সময় মাঠে ময়দানে কাজ করে এখন ঘরে বসে আছে তাদের পদে রাখা হবে না। তাদের চিহ্নিত করা হচ্ছে।
উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত ব্যাপক রদবদল করা হবে। কারণ তিপরা মথা অন্যান্য দল থেকে আলাদা। গত বিধানসভার নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম পার্টি হয়েছে। কিন্তু এই দলে কার্যকর্তাদের পদ দেওয়া হয় ঘরে বসে থাকার জন্য নয়। ময়দানে নেমে লড়াই করার জন্য বলে জানিয়ে দেন দলীয় কার্যকর্তাদের। পাশাপাশি এক মাস সময় বেঁধে দিয়ে বলেন অবিলম্বে তাদের নিজ বিধানসভা কেন্দ্রে গিয়ে যোগদান কর্মসূচি করার প্রয়োজন। এর পাশাপাশি জনজাতিদের সমস্যা গুলি নিয়ে আওয়াজ তোলা দরকার। এদিন প্রদ্যোৎ কিশোর দেববর্মন আরো বলেন, যতক্ষণ না পর্যন্ত সাংবিধানিক দাবি গ্রেটার তিপরাল্যান্ড বাস্তবায়ন হবে ততক্ষণ জনজাতিদের ভাষা, সংস্কৃতি সহ সমস্ত কিছুই অসুরক্ষিত।
তাই থানসা যাতে কোনভাবেই না ভাঙ্গে জনজাতিদের। এক সুরে আওয়াজ তুলতে হবে বলে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে শুক্রবার বার্তা দেন প্রদ্যোত। তিনি আরো জানান আগামী এক মাসের মধ্যে আগরতলায় দুদিনের ন্যাশনাল এগ্রিসেটিভ সেসন অনুষ্ঠিত করবে। দলের জন্য এই সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে দলকে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে এই সেশন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।