স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : বিগত ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিপিআইএমের পক্ষ থেকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় একটি মিছিল সংঘটিত করা হয়েছিল। কোভিড নির্দেশিকা লংঘন করে মিছিল সংঘটিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলায় রুজু হয়েছিল।
মামলার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, মধুসূদন দাস, নারায়ণ কর, সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলী এবং রমা দাসের সহ অনেকের বিরুদ্ধে আদালত নোটিশ জারি করে। সে মোতাবেক বৃহস্পতিবার জেলা ও দায়রা আদালতে হাজির হন বিরোধী দলের নেতারা। পরবর্তী সময় আদালত তাদের জামিন দিয়ে দেয়।
তবে বিরোধীদলের পক্ষ থেকে আইনজীবী জানান উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে। প্রাক্তন মন্ত্রী মানিক দে জানান, আদালতে মামলাটি হয়েছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ৯ জন নেতৃত্বের বিরুদ্ধে মামলা করা হয়। কারণ প্রশাসনিক সব ধরনের নির্দেশিকা মেনে মিছিল সংঘটিত করা হয়েছিল। কিন্তু এতটাই অরাজক অবস্থা দিয়ে মিছিল গণতান্ত্রিকভাবে কোভিড নির্দেশিকা মেনে হয়েছিল। মানুষের প্রতিবাদ রুখে দিতে কণ্ঠরোধ করতে চাইছে। বিরোধী দলের নেতৃত্বদের হেনস্থা করতে চাইছে। কিন্তু আন্দোলন চলবে। যতই হেনস্তা করা হোক না কেন প্রতিশ্রুতি কার্যকর করতে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। এদিন ৯ বিরুদ্ধে নোটিশ প্রদান করে হাজির থাকার কথা থাকলেও ৭ জন নেতৃত্ব হাজির হন। বাকি দুইজন নেতৃত্বে কোন কারণবশত আদালতে হাজির থাকতে পারিনা।