Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যপ্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পূজা দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৃষ্ণনগর স্থিত প্রগতি রোড এলাকায় শ্রী শ্রী মেহার কালীবাড়িতে যান। মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের পর থেকে যেভাবে সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস এনেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

 এবং দেশের জনতার জন্য তিনি কাজ করে চলেছেন। এর প্রবাহমান যাতে বজায় থাকে, তার জন্য ভগবান যাতে উনার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করা হয় বলে জানান তিনি। ত্রিপুরাও অন্ধকার থেকে ধীরে ধীরে মুক্ত হতে শুরু করেছে। যুবকদের চোখে স্বপ্ন এসেছে। এক নতুন ত্রিপুরা দেখছে। এগুলি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্য বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন গত বুধবার প্রধানমন্ত্রী পাঞ্জাবে গিয়ে যেভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তার জন্য পাঞ্জাবের কংগ্রেস সরকারের অত্যন্ত লজ্জাজনক। তারা প্রধানমন্ত্রীর জীবনকে বিপন্ন করতে চেয়েছিলেন ষড়যন্ত্রকারীরা। তাদের দেশবাসী ক্ষমা করবে না বলে জানান মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য