Friday, February 14, 2025
বাড়িরাজ্যউন্নয়নের খতিয়ান চাইতে জিরানিয়ায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সুশান্ত

উন্নয়নের খতিয়ান চাইতে জিরানিয়ায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি :  জিরানিয়া মহকুমায় উন্নয়নের খতিয়ান নিতে বৈঠকে অংশ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।  বুধবার দুপুরে  জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলঘরে   জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে এই বৈঠকে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ  বিষয়ক বিভিন্ন কর্মসূচী নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এই সভায় বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মসূচীর সফল বাস্তবায়ন এবং জনগণের কাছে বিভিন্ন দপ্তরের পরিষেবা দ্রুত  পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও বিভিন্ন  দপ্তরের আধিকারিকদের দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী । কেবলমাত্র পরিষেবা দিতে নয়, প্রত্যেকটি মানুষের অভাব অভিযোগের কথা শুনতে পাড়ায় পাড়ায় গিয়ে উপস্থিত আধিকারিকদের সাধারণ মানুষদের সাথে কথা বলার জন্য বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।কী করলে আরও ভাল কাজ করা যায়, সে বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।

বৈঠকে বিভিন্ন  দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বৈঠকে তিনি জিরানিয়া মহকুমার অধীন জিরানিয়া নগর পঞ্চায়েত/রানীর বাজার পুর-পরিষদ/জিরানিয়া-মান্দাই-বেলবাড়ী/পুরাতন  আগরতলা ব্লক সহ বিভিন্ন পঞ্চায়েত/ভিলেজ কমিটি এলাকায় সক্রিয় বিভিন্ন  দপ্তরের ক‍াজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হন। পর্যালোচনা বৈঠকে দীর্ঘ আলোচনার পর সেগুলো অতিদ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। চলতি অর্থ বছরে পূর্ত দপ্তরের বিভিন্ন অসমাপ্ত কাজ সম্পর্কে সভায় পর্যালোচনা করা হয় এবং কাজগুলি দ্রুত শেষ করতে তিনি উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন।

বৈঠক শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী  জানান, আজ জিরানিয়া মহকুমায় বিভিন্ন দপ্তরের পূর্বে করা বিভিন্ন কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের সরকার গত চার বছরে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে। বিগত সরকারের ছেড়ে যাওয়া  বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। গত চার বছরে রাজ্যের পরিকল্পিত ব্যয় অনেক গুণ বৃদ্ধি হয়েছে, এটি নজিরবিহীন। আমাদের সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে চলেছে”।  আজকের এই  জিরানিয়া মহকুমাভিত্তিক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,জিরানিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, রাণীরবাজার পুর-পরিষদের  পরিষদের চেয়ারম্যান/ভাইস-চেয়ারম্যান সহ অন্যান্য সম্মানিত সদস্য/ সদস্যরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্য-সদস্যরা ,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক,  জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন  ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা, পূর্ত দপ্তর,পানীয় জল ও স্বাস্থ্য বিধান,জল সম্পদ দপ্তর, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, স্বাস্থ্য দপ্তর, কৃষি দপ্তর, শিক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পঞ্চায়েত দপ্তর,সমাজ কল্যাণ দপ্তর, সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য