স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : অন্যান্য বছরের মতো এবারও ৫ মে সিপিআইএম রাজ্য কার্যালয়ে মহান দার্শনিক কাল মার্কসের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। কাল মার্কসের ২০৬ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব।
তারপর কার্ল মার্কসের বিস্তারিত আলোচনা করে জিতেন্দ্র চৌধুরী বলেন শোষণমুক্ত সমাজ তৈরি করতে চেয়েছিলেন কাল মার্কস। এবং তাঁর দিশাতে আগামী দিন ভারত শোষণ মুক্ত সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ হতে হবে বলে জানান জিতেন্দ্র চৌধুরী।