স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : স্মার্ট সিটির অন্যতম ব্যস্ততম এলাকা জিবি বাজার। জিবি বাজার এলাকায় শুধু দশটা – পাঁচটা নয়, সকাল থেকেই এলাকায় যানজট সৃষ্টি হয়। কারণ রাজ্যের অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল যেমন এলাকায় রয়েছে, অপরদিকে এলাকায় বেশ কলেজ সহ বিভিন্ন অফিস রয়েছে।
পাশাপাশি রয়েছে বাজার। বেশ জাকজমক এই জিবি বাজার এলাকা। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এতটাই যানজট সৃষ্টি হয় যে প্রধান রেফারেল হাসপাতালে এম্বুলেন্স পর্যন্ত যানজটে আটকে পড়ে। শুক্রবার জিবি বাজার এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জিবি বাজার থেকে ৭৯ টিলা পর্যন্ত রাস্তাটি প্রসস্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়। কাজও শুরু হয়। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ জায়গা ছারেনি। তাই এইদিন রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেছেন। যারা জমি দখল করে আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং দ্রুত রাস্তার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আইটিআই রোডকেও যানজট মুক্ত রাখার জন্য বলা হয়েছে। নিগমের মেয়র দীপক মজুমদার সকলের সহযোগিতা কামনা করেন জিবি বাজার এলাকাকে যান জট মুক্ত করার জন্য। তিনি আরও জানান জিবি বাজারকে আধুনিক বাজারে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিন মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা।