স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : গৌতম বুদ্ধ একজন সম্যাক সম্বুদ্ধ ও জ্ঞানী ছিলেন। যাঁর তত্ত্ব অনুসারে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ , গৌতম, শাক্যমুনি বুদ্ধ, বা ‘বুদ্ধ’ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। গৌতম বুদ্ধের জন্মদিন পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে পালিত বৌদ্ধধর্মীয় উৎসব হিসাবে।
বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের জন্মের স্মরণে পালিত হয় এই দিনটি। এটি তার বুদ্ধ-জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত। শুক্রবার গৌতম বুদ্ধের ২৫৬৭ তম জন্ম বার্ষিকী। আর তাই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগরতলা স্থিত বেনুবন বিহারে সকাল থেকে শুরু হয় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। বেনুবন বিহারের পাশাপাশি অভয়নগর এর প্রাচ্যবিদ্যা বিহারে চলছে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান।
সন্ধ্যায় বিশেষ প্রার্থনা। সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ এতে সকাল থেকেই সমবেত হন। দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন বলে জানান বেনুবন বৌদ্ধ বিহারের এক বৌদ্ধ ভিক্ষু। শোভাযাত্রার মাধ্যমে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়।