স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : জোট ধর্ম পালন করতে গিয়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র ও কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে আইপিএফটি-কে ছেড়ে দেওয়ার ফলে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি জোলাইবাড়ি মণ্ডলের কর্মী সমর্থকরা। ফলে ঘরের আগুন নেভাতে পাড়ছে না বিজেপির শীর্ষ নেতারা। কোথাও মন্ডল অফিসে ঝুলছে তালা, আবার কোথাও নির্দল প্রার্থী ঘোষণা করলেন স্থানীয় বিজেপি কার্যকর্তারা। জানা যায়, জোট সঙ্গী আই পি এফ টি -র জন্য কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের আসনটি বিজেপি ছেড়ে দেওয়ায় বিজেপি কর্মীরা বিমান জয় রিয়াং -কে নির্দল প্রার্থী করেছে।
রবিবার দুপুরে স্থানীয় বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে উত্তর জেলা বিজেপি’র সহ সভাপতি জানান, শনিবার রাতের বেলা বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা গেল কাঞ্চনপুর থেকে বিগত ২০১৮ সালের মতো এবারও আইপিএফটি জন্য আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পূর্বে প্রদেশ প্রভারী মহেশ শর্মা কর্তৃক কাঞ্চনপুর মন্ডলের বিজেপি কার্যকর্তাদের স্বাক্ষর মূলে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে দাবি জানানো হয়েছিল যাতে আসন্ন বিধানসভায় নির্বাচনে কাঞ্চনপুর থেকে বিজেপি প্রার্থী করা হয়। কিন্তু শনিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় বিজেপির শীর্ষ নেতৃত্ব আসনটি আইপিএফটির জন্য ছেড়ে দিয়েছে। যেখানে আইপিএফটির কোনো অস্তিত্ব নেই বলেই চলে। মন্ত্রী প্রেম কুমার রিয়াং -এর সাথে যারা আইপিএফটি কর্মী ছিলেন তারা গত কয়েক মাসে বিজেপিতে যোগদান করেছে। সর্বমোট আই পি এফ টি থেকে সাত হাজার কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছে। মন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আই পি এফ টি -র দুই শতাধিক কর্মী এলাকায় নেই।
তাই চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় নেতৃত্ব যেহেতু এলাকার কার্যকর্তাদের কথা শুনে নি। তাই আসন্ন নির্বাচনে বিজেপি দলের কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে বিমাঞ্জয় রিয়াং -কে মনোনীত করেছে। তারা আশাবাদী নির্দল প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। বিজেপি ও আইপিএফটির জোটের ফলে কিছু কিছু বিধানসভা এলাকায় সমস্যায় পড়তে হচ্ছে শাসক দল বিজেপিকে। জোট ধর্ম পালন করতে গিয়ে আইপিএফটি-কে আসন ছাড়তে গিয়েই দেখা দিয়েছে সমস্যা। জোট ধর্ম পালন করতে গিয়ে ৩৮ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রটি আইপিএফটি-কে ছেড়ে দেয় বিজেপি। এতে করে জোলাইবাড়ি বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের মনোবল ভেঙ্গে যায়। বিজেপি জোলাইবাড়ি মন্ডলের কর্মী সমর্থকরা এক প্রকার ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে জোলাইবাড়ি মন্ডল কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। বিক্ষুব্ধ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জানিয়েছে জোলাইবাড়ি বিধানসভা এলাকায় আইপিএফটির এক শতাংশ ভোটও নেই। কিন্তু তারপরেও কেন জোলাইবাড়ি কেন্দ্রটি আইপিএফটি-কে ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বদের নিকট এই বিষয়টি জানতে চাইছে স্থানীয় বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। দলের নেতৃত্বদের কাছ থেকে সঠিক উত্তর না পেলে তারা অনির্দিষ্টকালের জন্য জোলাইবাড়ি মন্ডল অফিস বন্ধ রাখার হুশিয়ারি দেয়। আইপিএফটি-কে জোলাইবাড়ি আসনটি ছেড়ে দেওয়ার বিষয়টিকে মন থেকে মেনে নিতে পারছে না স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। কারন জোলাইবাড়ি আসনটি আইপিএফটিকে ছেড়ে দেওয়া মানে সিপিআইএমকে সুযোগ করে দেওয়া। এমনটা অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।