Saturday, July 26, 2025
বাড়িরাজ্যপ্রচার সজ্জা নষ্ট করায় থানায় ডেপুটেশন

প্রচার সজ্জা নষ্ট করায় থানায় ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : সি পি আই এম -এর প্রচার সজ্জা নষ্ট করলো দুর্বৃত্তরা। বি জে পি -র দিকে নিশানা করে শ্রীনগর থানায় ডেপুটেশন প্রদান করল সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্র এবং বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সি পি আই এম কর্মীরা।

তাদের অভিযোগ, সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্র এবং বাধারঘাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আনন্দনগর এবং শ্রীনগর এলাকায় দলীয় প্রচার সজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সেই প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানানো হচ্ছে যাতে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং এ ধরনের প্রতিহিংসা রাজনীতি এলাকায় পুনরায় সংঘটিত হয়, তাহলে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে প্রতিহত করবে বলে জানান সিপিআইএম শ্রীনগর অঞ্চল কমিটির সম্পাদক অসীম দেব। পরবর্তী সময়ে পুলিশের কাছ থেকে আশ্বস্ত হয়ে পুনরায় এলাকায় প্রচার সজ্জা দিয়ে সাজিয়ে তুলেছে সি পি আই এম -এর কর্মী সমর্থকরা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!