স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জানুয়ারি : অবশিষ্ট একটি আসনের বহু চিন্তাভাবনার পর প্রার্থী ঘোষণা করল বিজেপি। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত।
রবিবার এই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর পাপিয়া দত্ত জানান, ৬ আগরতলা বিধানসভার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। মনের দিক থেকে আত্মিক সম্পর্ক রয়েছে। সমস্ত মোর্চা এবং মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে লড়াই করা হবে। এই লড়াইয়ে বিজেপি জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।