Monday, February 17, 2025
বাড়িরাজ্যরেগা মজুরির দাবিতে পথ অবরোধ

রেগা মজুরির দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর :  রেগা মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে আমবাসা গন্ডাছড়া রাস্তা অবরোধ করল রেগা শ্রমিকরা। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ করতে হয় করা হয়। উল্লেখ্য, সাপ্তাহিক হাটবারের দিনেই  এক প্রকার প্ল‍্যান করে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করে একাংশ লোক, রেগার মজুরি পাচ্ছে না পঞ্চায়েত অফিস ঘেরাও করতে পারতো, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে সড়ক অবরোধ করে তারা। ফলে এর প্রভাব পরে ব‍্যবসায়ী মহলে। সমস্যায় পরতে হয় ক্রেতাদেরও।

এদিকে রাত পোহালেই হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে গোটা রাজ‍্যবাসী। এই আনন্দটা ম্লান হয়ে গেলো গরীব রেগা শ্রমিকদের। কথা ছিলো পূজার আগেই রেগা শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে মজুরি দেওয়া হয়নি। বাধ‍্য হয়ে ষষ্ঠী পূজার দিন সকালে সাড়ে চার মাইল এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে শতাধিক রেগা শ্রমিকরা। তাদের দাবী পূজার আগেই মজুরি প্রদান করতে হবে, না হলে অবরোধ চলবে। এদিকে দীর্ঘ কয়েক ঘন্টা পর আমবাসা সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক অবরোধ স্থলে গিয়ে পৌঁছে তাদের সাথে কথা বলেন এবং আজকের মধ্যেই বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পর চার ঘন্টা পর অবরোধ তোলে নেওয়া হয়। এদিকে এই অবরধের ফলে রাস্তার দুই পাশে প্রচুর গাড়ী আটকে পরে নিত‍্য দিনের যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য