স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ অক্টোবর : আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার শুভ উদ্বোধন হয় শনিবার। মেয়র দীপক মজুমদার প্রদীপ প্রজ্জ্বলন করে পূজার শুভ উদ্বোধন করেন। পরবর্তী সময় আগরতলার পুর নিগমের শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
মেয়র দীপক মজুমদার বলেন, দুর্গাপূজায় নতুন বস্ত্র পরিধান করে সকলে আনন্দ উপভোগ করার ঐতিহ্য ত্রিপুরা রাজ্যে রয়েছে। যুগ যুগ ধরে এই ঐতিহ্য চলে আসছে। তাই পূজোর দিনগুলিতে সকলে যাতে নতুন বস্ত্র পরিধান করে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে বলে জানান মেয়র। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এদিন। আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলর ও কর্পোরেটররা।