স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :বুধবার কমলা সাগর বিধানসভা কেন্দ্রের পাণ্ডবপুর ইটভাট্টা চৌমুহনী এলাকায় দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনগণ সড়ক অবরোধ করে। গ্রামবাসীর বক্তব্য উত্তম ভক্ত চৌমুহনি থেকে ফুলতলী যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকারকে জানানো হয়েছিল রাস্তাটি সংস্কার করার জন্য। পরবর্তী সময় রাস্তাটি সংস্কারের জন্য কাজের অনুমোদন পায়।
কাজে হাত লাগানো হয়। কিন্তু আচমকায় কোন এক অজ্ঞাততার কারণবশত কাজ বন্ধ হয়ে গত কয়েক মাস ধরে পড়ে আছে রাস্তাটি। রাস্তাটি এতটাই কাদামত্ত ও খানাখন্দে পরিণত হয়ে আছে যে প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। রাস্তাটির বেহাল দশার কারণে পাণ্ডবপুর মাধ্যমিক বিদ্যালয়ে যেতে চাইছে না ছাত্র-ছাত্রীরা। বাড়ি বাড়ি যাচ্ছেন প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীরা তারপরেও বিদ্যালয়ে আসতে চাইছে না। এলাকাবাসী বিধায়িকার উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, বিধায়িকাকে ভোটের পর আর দেখা পাওয়া যায়নি।
তিনি রাস্তার কাজ কেন বন্ধ করে রেখেছেন সে বিষয়ে এলাকার জনগণকে কিছু জানান নি। উনার বিলাস বহুলকারী এ রাস্তা দিয়ে যেতে সমস্যা হয় না বলে রাস্তাটি সংস্কার করছেন না বলে মনে করছেন এলাকাবাসী। এলাকার জনগণ অতিষ্ট হয়ে গেছে রাস্তার কারণে। বুধবার এক বাইক চালক দুর্ঘটনায় পড়ার পর তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। তারপর বিধায়িকাকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু বিধায়িকার কাছ থেকে কোনরকম সদুত্তর পায়নি তারা। তাদের বক্তব্য যদি রাস্তার কাজ অবিলম্বে শুরু না করা হয় তাহলে তারা রাস্তা বন্ধ রাখবে। এদিন রাস্তা অবরোধের ফলে বহু যানবাহন আটকে পড়ে মাঝ রাস্তায়। তারা এই দিন রাস্তাটি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেছেন।