স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : তিপ্রা মথা এবং ওয়াই টি এফ -এর মধ্যে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় আগামী ৫ আগস্ট থেকে বিভিন্ন শাখা সংগঠনের তৃণমূল স্তরের কর্মীদের সাথে আলোচনায় বসার বিষয়ে। আলোচনায় সাংগঠনিক ১২ টি জেলার শাখা সংগঠনের কার্যকরী সভাপতি, জেলা সভাপতি, কার্যকারী সম্পাদক, সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হবে।
তবে আলোচনা কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তিপ্রা মথার সভাপতি বিজয় রাঙ্খল। তিনি আরো বলেন এই আলোচনা থেকে আগামী ভিলেজ কমিটির নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পরবর্তী রনকৌশল তৈরি হবে। আলোচনা হবে তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে কিভাবে জনসম্মুখে পৌঁছাতে পারে সংগঠন। এবং আগামী দিনে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সফল হবে বলে জানান তিনি।