স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে অমৃত মহোৎসব পালন করা হবে। তারই অঙ্গ হিসাবে ১৩ আগষ্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর ঘর তেরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পশ্চিম জেলার সমস্ত সরকারি অফিসে এবং বেসরকারি প্রতিষ্ঠানে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের বাড়িতে যাতে পতাকা উত্তোলন করা হয়।
বৃহস্পতিবার পশ্চিম জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এই বিশেষ শিবিরের অঙ্গ হিসেবে প্রতি ঘরে ঘরে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ওয়ার্ড অফিস থেকেও সকলে সংগ্রহ করতে পারবে। পাশাপাশি মার্চেন্ট এসোসিয়েশনকে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও এই কর্মসূচিতে শামিল হবে বলে জানান জেলাশাসক।