Friday, March 21, 2025
বাড়িখেলাভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ !

ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি : চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জশপ্রীত বুমরাহকে পাচ্ছে না ভারত। আর এই মহাতারকার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্তত সেদেশের প্রাক্তন ওপেনার ইমরুল কায়েসের বক্তব্য তেমনই।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে চলেছে ভারত। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর রাজনৈতিক উত্তেজনার জেরে যে ম্যাচের উত্তাপ বেড়েছে কয়েক ডিগ্রি। আর সেই ম্যাচেই বুমরাহর অনুপস্থিতি বাংলাদেশের সহায়ক হবে বলে মনে করছেন ইমরুল। তাঁর কথায়, “ভারত ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই শক্তিশালী। তবে বুমরাহ দলে নেই। আমরা সবাই জানি শেষ দু’বছরে ভারতীয় ক্রিকেটের জন্য ও ঠিক কী কী করেছে। ওর না থাকাটা বাংলাদেশের জয়ের সুযোগ বাড়াবে।”

বুমরাহ না থাকায় ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। যাঁকে নিয়ে বাংলাদেশের হয়ে একশোর বেশি ম্যাচ খেলা এই ওপেনারের মূল্যায়ন, ‘শামির ফিরে আসাটা বড় বিষয়। এখন হয়তো ওর ফিটনেস নিয়ে কিছু ইস্যু রয়েছে। তবে ও একবার ছন্দ খুঁজে পেলে বাংলাদেশকে বিপদে ফেলতে পারে।” ভারতীয় পেস অ্যাটাকে শামির পাশাপাশি আছেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা।
ভারতের মতো বাংলাদেশও নামছে দেশের অন্যতম সেরা দুই তারকাকে ছাড়াই। এরমধ্যে একজন শাকিব-আল-হাসান, যিনি নিজের রাজনৈতিক পরিচয় এবং অবৈধ অ্যাকশনের যুগলবন্দিতে আপাতত জাতীয় দল থেকে অনেকটাই দূরে। এই অনুপস্থিতিতে নিয়ে ইমরুলের বক্তব্য, “শাকিব খুবই ভালো প্লেয়ার। ওকে মিস করব। শাকিব না থাকায় বাংলাদেশকে একজন অতিরিক্ত স্পিনার খেলাতে হচ্ছে। আর সেটাই দলের এমন অবস্থার অন্যতম কারণ।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য