Monday, March 17, 2025
বাড়িরাজ্যবিরোধী দলের নেতৃত্ব অন্য প্রজাতির, দুনিয়া থেকে তাঁরা বিলুপ্ত হয়ে গেছে :...

বিরোধী দলের নেতৃত্ব অন্য প্রজাতির, দুনিয়া থেকে তাঁরা বিলুপ্ত হয়ে গেছে : বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : মঙ্গলবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত সোনার তরী রাজ্য অতিথি শালায় পশ্চিম ত্রিপুরা জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিশা কমিটির চেয়ারম্যান তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জেলাস্তর, রাজ্যস্তর এবং জাতীয় স্তরে এই দিশা বৈঠক হয়ে থাকে।

এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে আলোচনা হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যের সঠিকভাবে সময় মত বাস্তবায়ন করার সম্পর্কে। পাশাপাশি জেলার মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলি চলছে সঠিকভাবে চলছে কিনা এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকের সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলা প্রশাসনিক পদাধিকারী এবং জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলার উন্নয়নমূলক কাজকর্ম আরো বেশি অগ্রগতি কিভাবে সম্ভব হয় তা নির্ভর করে এ বৈঠকের উপর। এই বৈঠকে জেলার শাসক ডঃ বিশাল কুমার কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত কাজগুলি চলছে তার বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে।

 উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র এবং নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব আগরতলা শহরের উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবগত করেন সাংসদ বিপ্লব কুমার দেবকে। সংবাদ মাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে বিপ্লব কুমার দেব বলেন, মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার দিশা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রকল্প গুলি রাজ্য সরকার দ্বারা সঠিকভাবে কার্যকর করতে এই বৈঠক করা হয়। কেন্দ্রের ৪৭ থেকে ৪৮ প্রকল্প রয়েছে। এগুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বৈঠক করা হয় তিন মাস অন্তর অন্তর। দিশা বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলের কোন নেতৃত্ব। তাই সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিরোধী দলের নেতৃত্বদের ডাকলেও তারা দিশা বৈঠকে আসেন না। তাঁরা অন্য প্রজাতির। দুনিয়া থেকে তাঁরা বিলুপ্ত হয়ে গেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে রাজ্যে কয়েকটা আসন তাঁরা পেয়েছে, কিন্তু তাঁদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামী দিন থাকবে না। এভাবেই বিরোধী দল তথা নাম না উল্লেখ করে সিপিআইএমকে একহাত নিলেন বিপ্লব কুমার দেব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য