Saturday, July 27, 2024
বাড়িখেলাফরাসি লিগের এই শিরোপা পিএসজির জন্য ‘স্পেশাল’

ফরাসি লিগের এই শিরোপা পিএসজির জন্য ‘স্পেশাল’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ এপ্রিল: ফরাসি লিগের শিরোপা জয়কে এখন নিয়মে পরিণত করেছে পিএসজি। তারা ছাড়া অন্য কোনো দল লিগ জিতলেই বরং সেটি বিস্ময়ের। তাদের কাছে তাই এই সাফল্যের স্বাদ খুবই চেনা। তবু প্রত্যাশিত সেই সাফল্য পেয়ে উছ্বসিত ক্লাব সভাপতি নাসের আলখেলাইফি। দ্বাদশতম লিগ শিরোপা তার কাছে ‘আরও বেশি স্পেশাল।’তিন ম্যাচ বাকি থাকতেই এবার লি আঁ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। গত শনিবার নিজেদের ম্যাচে ড্র করার পর অপেক্ষায় ছিল তারা। রোববার মোনাকোর পরাজয়ে নিশ্চিত হয়ে গেছে প্যারিসের দলটির শিরোপা।লিগে পিএসজির হ্যাটট্রিক শিরোপা এটি। ফ্রান্সের শীর্ষ লিগে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আগে থেকেই ছিল তাদের। এবার সেটি তারা বাড়িয়ে নিল আরও। ১২ শিরোপার ১০টিই ধরা দিয়েছে তাদের সবশেষ ১২ মৌসুমের মধ্যে।দলের যা শক্তিসামর্থ্য, যতটা বিনিয়োগ এই দলে আছে, অন্যদের সঙ্গে যা পার্থক্য, তাতে পিএসজি লিগ জিততে না পারলেই হতো বড় অঘটন। তবু কাঙ্ক্ষিত সাফল্যের তৃপ্তি ও স্বস্তিও কম নয়। সেটিই ফুটে উঠল ক্লাব সভাপতির প্রতিক্রিয়ায়।

“লিগের শিরোপ জয় সবসময়ই দারুণ। তবে দ্বাদশবারের মতো লিগ আঁ জয় করতে পারা আরও বেশি স্পেশাল পিএসজির সঙ্গে সম্পৃক্ত সবার জন্যই।”“পরিবার হিসেবে আমরা এই উপলক্ষ উদযাপন করব এবং মৌসুমের শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচে কঠোর পরিশ্রম করে যাব।”লা আভাঁরের সঙ্গে গত ম্যাচ জিতলে সেদিনই মাঠে থেকেই শিরোপা উদযাপন করতে পারত পিএসজি। তবে তলানির দলটির সঙ্গে ৩৩ গোলে ড্র করায় অপেক্ষায় থাকতে হয় তাদেরকে। তবে কোচ লুইস এনরিকে সেদিনই শিরোপার আভা গায়ে মাখিয়ে নিয়েছেন।“আমরা চ্যাম্পিয়ন, পার্টি হোক বা না হোক, পরোয়া করি না। দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে আমাদের গোল পার্থক্য ২৯ গোলের। এখনই চ্যাম্পিয়নের মতো অনুভূতি হচ্ছে আমার। আমরা যদি আর কোনো পয়েন্ট নাও পাই, তবু আমরাই চ্যাম্পিয়ন।”চলতি মৌসুমে আরও দুটি শিরোপার হাতছানি আছে পিএসজির সামনে। ফরাসি কাপের ফাইনালে উঠেছে তারা, চ্যাম্পিয়ন্স লিগে তারা পৌঁছে গেছে শেষ চারে। এনরিকের চোখ এখন ওই দুই শিরোপায়।“দুটি শিরোপা আমাদের এখনও প্রয়োজন… তা অর্জনের জন্য সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত আমরা।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য