Saturday, July 27, 2024
বাড়িখেলামোনাকোর পরাজয়ে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি

মোনাকোর পরাজয়ে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ এপ্রিল: ঘরের মাঠে রোববার লিগ আঁর ম্যাচে মোনাকোকে ৩-২ গোলে হারিয়েছে লিওঁ। গত ডিসেম্বরে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল মোনাকো।উইসাম বেন ইয়েদেরের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো। ২২তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত সমতা টানার চার মিনিট পর এগিয়েও যায় লিওঁ, তাদের দ্বিতীয় গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড সাইদ বেনরাহমা।৬০তম মিনিটে ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ায় মোনাকো। তবে ৮৪তম মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড ফোফানার লক্ষ্যভেদে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিওঁ।একই সঙ্গে ফ্রান্সের শীর্ষ লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় পিএসজি।

আগের দিন দুর্বল দল লা হাভ্রের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যেত পিএসজির। কিন্তু ম্যাচটি ড্র করায় অপেক্ষা বাড়ে তাদের। তবে, মোনাকোর ব্যর্থতায় ২৪ ঘণ্টার মধ্যেই প্যারিসের দলটির অপেক্ষা ঘুচে গেল।৩১ রাউন্ড শেষে ২০ জয় ও ১০ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭০। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো।৪৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিওঁ।এই নিয়ে লিগ আঁতে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি, যার দুটি তারা জিতেছিল গত শতাব্দীতে। তৃতীয়বার তারা শ্রেষ্ঠত্বের মুকুট পরে ২০১২-১৩ মৌসুমে। পরের ১১ মৌসুমেই ক্লাবটি এই ট্রফি জিতল আরও ৯ বার।চলতি মৌসুমে পিএসজির আরও দুটি টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা আছে। এরই মধ্যে তারা উঠেছে ফরাসি কাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ লিওঁ।চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। আগামী বুধবার প্রথম লেগে তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য