স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৯ ফেব্রুয়ারি: আল শাবাবের বিপক্ষে ম্যাচের পরের ওই ঘটনায় বুধবার রোনালদোর এই শাস্তির রায় ঘোষণা করে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই বলে জানায় এই কমিটি। জরিমানার অঙ্কের ১০ হাজার রিয়াল সৌদি ফেডারেশনকে দিতে হবে রোনালদোর, বাকি ২০ হাজার রিয়াল দিতে হবে আল শাবাবকে, তাদের অভিযোগ দায়ের করার খরচ হিসেবে। গত রোববার আল শাবাবের মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ৩-২ গোলে জেতে আল নাস্র। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো, ক্লাব ফুটবলে যা তার ৭৫০তম গোল। টিভি ক্যামেরায় রোনালদোর বিতর্কিত কোনো কাণ্ড ধরা পড়েনি। তবে ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে স্পষ্ট শোনা যায়, গ্যালারি থেকে ‘মেসি, মেসি’ চিৎকার ভেসে আসছে। রোনালদো কানে হাত দিয়ে তা শোনার মতো ভঙ্গি করেন। এরপর সেই দর্শকদের দিকে হাত দিয়ে অশালীন ভঙ্গি করেন তিনি।আল নাস্রে যোগ দেওয়ার পর আগেও কয়েক দফায় বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন এই পর্তুগিজ তারকা।