Thursday, March 20, 2025
বাড়িখেলামেক্সিকো ওপেনে প্রতিটি ‘এইসে’ হাজার ডলার অনুদান দেবেন সিৎসিপাস

মেক্সিকো ওপেনে প্রতিটি ‘এইসে’ হাজার ডলার অনুদান দেবেন সিৎসিপাস

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৯ ফেব্রুয়ারি: মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলের পর্যটন শহর আকাপুলকোতে হারিকেন ওটিসের প্রভাবে নিহত হন অন্তত ৫০ জন মানুষ। ১ লাখ ৩০ হাজারের বেশি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় শতকোটি ডলার। মেক্সিকো ওপেনের সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে বুধবার পোস্ট করা ভিডিওতে অভিনব পদ্ধতিতে অনুদান দেওয়ার ঘোষণা দেন র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বর খেলোয়াড় সিৎসিপাস, “এই সপ্তাহে আমার মারা প্রতিটি এইসের জন্য এক হাজার ডলার অনুদান দিতে যাচ্ছি।” এই অর্থ ক্ষতিগ্রস্ত আকাপুলকোর সহায়তার জন্য গঠিত ত্রান তহবিলে জমা দেওয়া হবে। গত সোমবার শুরু হওয়া মেক্সিকো ওপেন চলবে আগামী শনিবার পর্যন্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য