Saturday, June 14, 2025
বাড়িবিশ্ব সংবাদইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা থেকে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ২

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা থেকে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ২

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৯ ফেব্রুয়ারি: ফ্রান্সের সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ফ্রান্সের উপকূলে ৫০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী নৌকাটি সংকটে পড়ে।যাত্রীরা উদ্ধারকারীদের জানান, তিনজন নৌকা থেকে পানিতে পড়ে গেছে।ফ্রান্সের সামুদ্রিক দপ্তর জানিয়েছে, ওই নারীকে পানি থেকে উদ্ধার করার পর তার জ্ঞান আর ফেরানো যায়নি আর বাকি দুইজনকে পাওয়া যায়নি।নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফ্রান্সের নৌবাহিনীর দু’টি জাহাজ ও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।ফ্রান্সের কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যে দুইজন নিখোঁজ রয়েছেন তাদের হয়তো আর খুঁজে পাওয়া যাবে না, সেক্ষেত্রে তাদের মৃত্যু হয়েছে বলে ধরে নিতে হবে।নৌকায় থাকা অন্য যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ফ্রান্সের জলসীমায় ছোট একটি নৌকার ক্ষেত্রে ঘটা’ ঘটনাটির কথা তাদের অবহিত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুধবার দিনভর ইংলিশ চ্যানেল থেকে মোট ১৮০ জনকে উদ্ধার করা হয়েছে, এসব উদ্ধার অভিযান চলাকালে ওই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে অভিবাসন প্রত্যাশীদের আনুমানিক ১০টি দল ফ্রান্সের উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের যাওয়ার চেষ্টায় নেমেছিল।জানা গেছে, এগুলোর মধ্যে একটি নৌকা ভেঙ্গে অর্ধেক হয়ে যায়, কিন্তু নৌকাটি বেশি দূর না যাওয়ায় এর আরোহীরা সহজেই তীরে ফিরতে সক্ষম হয়।ব্রিটিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দুই হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছেছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য