Monday, May 26, 2025
বাড়িখেলারোহিত ও গিল ফেরার পরে ভারতের ইনিংসকে টানেন জয়সওয়াল।

রোহিত ও গিল ফেরার পরে ভারতের ইনিংসকে টানেন জয়সওয়াল।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ ফেব্রুয়ারি : ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট, যশস্বী জয়সওয়াল মানেই অভিষেকে সেঞ্চুরি। অভিষেক ম্যাচ হলে অন্য অবতারে ধরা দেন তিনি। শতরান হাঁকান যশস্বী। সেই যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকালেন। ৯৪ থেকে ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছন যশস্বী। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট যশস্বীর অভিষেক টেস্ট ম্যাচ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ভারতীয় ওপেনারের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান হাঁকিয়েছিলেন যশস্বী। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বিশাখাপত্তনম–যশস্বীর যশ-লাভ চলছেই।


ইংরেজদের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যর্থ হন তিনি। দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়াল ভারতীয় ইনিংসকে টানলেন। বিশেষ করে ৮৯ রানে ২ উইকেট চলে যাওয়ার পরে যশস্বী ও শ্রেয়স আইয়ার ভারতের ইনিংসকে মজবুত করার চেষ্টা করলেন। ইংল্যান্ড বোলারদের সামলে যশস্বী ১৫১ বলে সেঞ্চুরি হাঁকান। অবশ্য সেঞ্চুরি করার পথে যশস্বীর ক্যাচ পড়ে। জীবন ফিরে পান তিনি। জীবন ফিরে পেয়ে যশস্বী জয়সওয়াল তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!