স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ মে : ডিজিপির ঊনকোটি জেলা সফর আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী লড়াই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয় রবিবার। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে জেলা পুলিশ সুপারের অফিসে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। বৈঠকে অংশ নেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ এবং উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রাই, জেলার মহকুমা পুলিশ আধিকারিকগণ, বিভিন্ন থানাগুলোর ভারপ্রাপ্ত ওসি।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডিজিপি অনুরাগ ধ্যানকর। তিনি জানান, ডিজিপি হিসেবে তাঁর প্রথম ঊনকোটি জেলা সফর হলেও আগে বহুবার তিনি ঊনকোটি জেলায় গিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা কেবল পুলিশের একার কাজ নয়। সাধারণ নাগরিকদের সহযোগিতাতেই সম্ভব। সেই সঙ্গে তিনি সকল স্তরের মানুষের কাছ থেকে সহযোগিতা কামনা করেন। রাজ্য পুলিশের মহা নির্দেশক আরো জানান, তাঁর এই সফরের প্রধান উদ্দেশ্য হলো নেশা মুক্ত রাজ্য গড়া। এর জন্য পুলিশ প্রশাসনের আগামী দিনের কাজ কি হবে সেই বিষয়ে আলোচনা হয়। তিনি আরও বলেন, রাজ্যে বর্তমানে আসামিদের ৩০ শতাংশের বেশি সাজা হচ্ছে, যা একটি ইতিবাচক দিক।
পরে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর পুলিশ সুপার অফিসে জেলার মহকুমা পুলিশ আধিকারিক, থানার ওসি ও অন্যান্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকর। সঙ্গে ছিলেন উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রাই। বৈঠক শেষে তিনি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি আগামী দিনের আরক্ষা দপ্তরের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান।আরো জানান, সেখান থেকে কাঞ্চনপুরে অবস্থিত ১৩ নম্বর টিএসআর ব্যাটালিয়নে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।