Friday, June 13, 2025
বাড়িখেলাটেস্ট ক্রিকেটকে আলবিদা বিরাট কোহলির ।

টেস্ট ক্রিকেটকে আলবিদা বিরাট কোহলির ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ মে : টেস্ট ক্রিকেটকে আলবিদা বিরাট কোহলির । এদিন ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন তিনি। কোহলি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ১৪ বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফর্ম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফর্ম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের পাথেয়।’

জল্পনাটা ছিলই। কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিকবার সতীর্থদের মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্র ‘অবসান’ হতে চলেছে। সেই সময় প্রায় কেউই গুরুত্ব দেননি। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো মজা করছেন। সম্প্রতি রোহিত শর্মা অবসর নেওয়ার পর শোনা যায়, কোহলিও দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েছেন। তবে বোর্ড তাঁকে ইংল্যান্ড সফরের গুরুত্বের কথা বুঝে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করে। যদিও বোর্ডের সেই অনুরোধেও মান ভাঙল না কোহলির। নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন তিনি।

কোহলি আরও লেখেন, ‘সাদা পোশাকে খেলাটা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। দীর্ঘ দিন ধরে এই ফর্ম্যা‌ট খেলে বুঝেছি, ছোট ছোট অনেক কিছুই ঘটে যা চিরকাল সঙ্গে থাকে। এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে, ঠিক মনে হচ্ছে। আমি আমার সর্বস্ব দিয়েছি। টেস্ট ক্রিকেট আমাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। খেলার প্রতি, মাঠের মানুষদের প্রতি এবং এই যাত্রায় যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব।’

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর ‘বিরাট যুগের’ অবসান ঘটাল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্ম্যা‌ট থেকে আগেই অবসর নিয়েছিলেন ‘কিং’। ১২৩ টেস্টে তাঁর রান ৯,২৩০। গড় ৪৬.৮৫। বিরাটের নামের পাশে জ্বলজ্বল করছে ৩০টি সেঞ্চুরি, ৩১টি হাফসেঞ্চুরি। ডবল সেঞ্চুরি করেছেন ৭টি। সবচেয়ে বড় ব্যাপার হল, ১০ হাজার রান থেকে মাত্র ৭৭০ রান আগেই থামল বিরাটের টেস্ট কেরিয়ার। অর্থাৎ, অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত রেকর্ডকে গুরুত্ব দেননি তিনি।

গ্রহণ করার পরই টিম ইন্ডিয়ায় কার্যত একটি অধ্যায়ের অবসান হল। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয় করার পরই এই ফরম্য়াট থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন বলে মনস্থির করে ফেলেছেন। কোহলি এখনও পর্যন্ত ১২৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৪৬.৮৫ ব্যাটিং গড়ে মোট ৯,২৩০ রান করেন। তাঁর ব্যাট থেকে ৩০ সেঞ্চুরি, ৩১ হাফসেঞ্চুরি এবং ৭ ডাবল সেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। টেস্ট ক্রিকেট থেকে তাঁর অবসর টিম ইন্ডিয়ায় যে ‘বিরাট শূন্যতা’ তৈরি করবে, তা বলাই বাহুল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য