স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মে : ভারত-পাক উত্তেজনার সুফল পেল বাংলাদেশ! চলতি আইপিএলে প্রথম শিকে ছিঁড়ল বাংলাদেশি ক্রিকেটারের। অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্কের পরিবর্ত হিসাবে ওপার বাংলার পেসার মুস্তাফিজুর রহমানকে সই করলা দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমের শেষ পর্যন্ত দিল্লির হয়ে খেলবেন ফিজ।
এবারের আইপিএলের নিলামে কোনও বাংলাদেশি দল পাননি। এবারের নিলামে মোট ১২ জন বাংলাদেশি নাম লিখিয়েছিলেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম মুস্তাফিজুর রহমান (বেস প্রাইস ২ কোটি), শাকিব আল হাসান (বেস প্রাইস ১ কোটি) এবং তাসকিন আহমেদ (বেস প্রাইস ১ কোটি)। এছাড়াও লিটন দাস, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানারা নিজেদের ভাগ্য পরীক্ষা করেছেন। প্রত্যেকেরই মূল্য ৭৫ লক্ষ টাকা। কিন্তু শেষ পর্যন্ত কোনও দল বাংলাদেশের কোনও ক্রিকেটারের জন্য বিন্দুমাত্র আগ্রহই দেখায়নি।
কিন্তু অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত-পাক উত্তেজনার আবহে শিকে ছিঁড়ল মুস্তাফিজুর রহমানের। সম্ভবত ভারত-পাক উত্তেজনার আবহে আর ভারতে খেলতে আসতে চান না অজি ওপেনার জেক ফ্রেসার ম্যাকগুর্ক। যদিও আইপিএলের শেষাংশে না খেলার জন্য ব্যক্তিগত কারণ দেখাচ্ছেন তিনি। এই মরশুমে তরুণ ওপেনারের ফর্মও ভালো ছিল না। ওই তরুণ ওপেনারের বদলে দিল্লি নিল বাংলাদেশের অভিজ্ঞ পেসারকে।
মুস্তাফিজুর আইপিএলে বেশ কয়েকটি মরশুমে খেলেছেন। গত বছরও তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসে। তার আগের বছর দিল্লি ক্যাপিটালসের হয়েই খেলতে দেখা গিয়েছে তাঁকে। এই মরশুমেও ফের দিল্লির জার্সি গায়ে চাপাবেন তিনি। যদিও তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে। মিচেল স্টার্ক যদি আইপিএলের বাকি অংশে খেলার জন্য ভারতে আসেন, তাহলে ফিজকে মরশুমের বাকি অংশটা বেঞ্চেই কাটাতে হবে।