স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ জানুয়ারি: আরও একবার বড় সুযোগ পেলেন অভিমন্যু ঈশ্বরণ । কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত এ ( দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ব্যাটার। তাঁর সঙ্গে এই দলে রয়েছেন বাংলার আর পেসার আকাশ দীপ ।
১২-১৩ জানুয়ারি ওয়ার্ম-আপ ম্যাচের ভেন্যু আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড বি। এর পর ১৭-২০ জানুয়ারি ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্স চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। জাতীয় নির্বাচকরা শনিবার, ৬ ডিসেম্বর ১৩ সদস্য়ের ভারত এ দল বেছে নিয়েছেন। প্রথম মাল্টি ডে ম্যাচের দল ঘোষণা হল। আরও দুটি ম্য়াচ থাকবে।
প্রোটিয়া সফরেও অভিমন্যুর সঙ্গে ভারত এ দলে ছিলেন আকাশ। এবার তেমনটাই ঘটল। ফলে কমপক্ষে আরও দুটি রনজি ট্রফির ম্যাচে অভিমন্যু ও আকাশের সার্ভিস পাবে না বাংলা।.
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাঁই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কোনা শ্রীকর ভারত (উইকেটকিপার), মানভ সুতার, পুলকিত নারং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, ভিদওয়াথ কাভেরাপ্পা, ধ্রুভ জোরেল (উইকেটকিপার), আকাশ দীপ