আগরতলা, ৩১ মে (হি.স.) : শনিবার বিকেল থেকে আগরতলা শহর এবং ত্রিপুরার বিভিন্ন অংশে তীব্র বৃষ্টিপাতের ফলে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ সম্প্রতি পাম্প সংস্কার করেছে, কিন্তু প্রবল বৃষ্টিপাত শহরের নিষ্কাশন ব্যবস্থাকে ডুবিয়ে দিয়েছে।
বিকেল থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে রাজধানীর বেশ কিছু এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং আগরতলা শহরের বেশ কয়েকটি নিচু এলাকার বাড়িতে বৃষ্টির জল প্রবেশ করেছে।
শহরের বেশিরভাগ প্রধান রাস্তা জলাশয়ে পরিণত হয়েছে। যার ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অটোরিকশা এবং ছোট যানবাহন আটকা পড়েছে। অনেক যাত্রী হাঁটু পর্যন্ত জলে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছতে বাধ্য হয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রশাসন জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে।