Saturday, January 25, 2025
বাড়িখেলাফিরছিলেন বাড়িতে, দিল্লি-দেহরাদূন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিক্রেটার ঋষভ পন্থ

ফিরছিলেন বাড়িতে, দিল্লি-দেহরাদূন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিক্রেটার ঋষভ পন্থ



দেহরাদূন, ৩০ ডিসেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর দুর্ঘটনার কবলে পড়ল ক্রিক্রেটার ঋষভ পন্থের গাড়ি। ঋষভের গাড়ি ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঋষভ।

শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হরিদ্বার জেলায় মঙ্গলৌর এবং নরসানের মাঝে, রুরকি সীমান্তের কাছে দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর। গাড়িটিতে আগুনও ধরে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্থের চিকিৎসার জন্য সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্রয়োজনে একটি এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।


পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর জানিয়েছেন, হরিদ্বার জেলার মঙ্গলৌর ও নরসানের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি। রুরকি সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলৌর থানা এলাকার ৫৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। মাথায় চোট লেগেছে ভারতীয় এই উইকেট রক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পন্থ নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। কী ভাবে দুর্ঘটনা ঘটল, গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য