Saturday, July 26, 2025
বাড়িবিশ্ব সংবাদমার্কিন সামরিক বিমানের ’১০ ফুটের মধ্যে চলে এসেছিল’ চীনা জঙ্গিবিমান

মার্কিন সামরিক বিমানের ’১০ ফুটের মধ্যে চলে এসেছিল’ চীনা জঙ্গিবিমান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ডিসেম্বর: বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক বাহিনীর একটি জঙ্গিবিমান যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের ১০ ফুটের মধ্যে চলে এসেছিল; আন্তর্জাতিক আকাশসীমায় সংঘাত এড়াতে মার্কিন বিমানটিকেই তখন সরে যাওয়ার কৌশল নিতে হয়েছিল।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।চীনা সামরিক বিমানের ক্রমবর্ধমান বিপজ্জনক আচরণের সাম্প্রতিক প্রবণতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানানোর পর চীন সাগরের বিরোধপূর্ণ আকাশে দুই পক্ষের বিমানের মুখোমুখি হওয়ার এ খবর এলো।২১ ডিসেম্বরের ওই ঘটনায় যে বিমানটি মার্কিন যুদ্ধবিমান আরসি-১৩৫ এর কাছে চলে এসেছিল, সেটি চীনের নৌবাহিনীর জঙ্গিবিমান জে-১১, বিবৃতিতে বলেছে মার্কিন সামরিক বাহিনী।

“ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশ আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে বলে আমাদের বিশ্বাস,” বিবৃতিতে বলেছে তারা।মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, চীনা বিমানটি মার্কিন বিমানের পাখার ১০ ফুট আর নাকের ২০ ফুটের মধ্যে চলে এসেছিল। সংঘাত এড়াতে তখন মার্কিন যুদ্ধবিমানটিকেই সরে যাওয়ার কৌশল নিতে হয়।যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিষয়টি চীনের সরকারের কাছে উত্থাপন করেছে, বলেছেন আরেক মার্কিন কর্মকর্তা।

এ প্রসঙ্গে মন্তব্যের জন্য রয়টার্স যোগাযোগ করলেও চীনের ওয়াশিংটন দূতাবাস তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।বেইজিং অতীতে একাধিকবারই ওয়াশিংটনকে সতর্ক করে বলেছিল, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের পাঠানো জাহাজ ও বিমান ‘শান্তির জন্য ভালো নয়’।অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাষ্য, তাদের বিমান আর জাহাজগুলো আন্তর্জাতিক আইন মেনেই ওই অঞ্চলজুড়ে চলাচল ও নজরদারি অভিযান পরিচালনা করছে।দক্ষিণ চীন সাগরের বিশাল অংশ চীন নিজেদের বলে দাবি করে আসছে। তাদের দাবিকৃত জলসীমার মধ্যে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের দাবি করা ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ও ঢুকে পড়েছে।এই জলসীমা দিয়ে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়, সাগরের এই অঞ্চলটি মাছ ও গ্যাসের ভাণ্ডার হিসেবেও পরিচিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!