Friday, July 25, 2025
বাড়িখেলাআইপিএল-এর ধাঁচে ত্রিপুরায় : মহিলাদের টি-‌টুয়েন্টি মেলাঘরে

আইপিএল-এর ধাঁচে ত্রিপুরায় : মহিলাদের টি-‌টুয়েন্টি মেলাঘরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর। আইপিএল-এর ধাঁচে ত্রিপুরায় মহিলাদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন, তবে কমার্শিয়াল পার্টনার টিসিএম স্পোর্টস ম্যানেজমেন্ট এবং স্পন্সরর বাইজ্যুস। সব মিলে ক’দিনের জন্য এক ক্রিকেট ধামাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলাঘরের শহীদ কাজল ময়দানে। মোট কথা, পেশাদার ক্রিকেটে পা রাখতে চলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। এর প্রথমধাপ হিসাবে আই পি এলের ধাঁচে এবার রাজ্যে  হতে চলেছে টি ২০  মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে টি সি এ-‌র পরিচালনায় মেলাঘরের শহীদ কাজল ময়দানে এই টুর্নামেন্ট। মোট ছয়টি দল অংশগ্রহণ করবে সম্মিলিতভাবে রাজ্যের আটটি জেলা থেকে।

প্রায় ৯০ জন মহিলা ক্রিকেটারদের দেখা যাবে এই টুর্ণামেন্টে খেলতে। এর জন্য টি সি এ-‌র তরফে স্পনসর ও নেওয়া হয়েছে। স্পনসরর ও কমার্শিয়াল পার্টনার হলো বাইজ্যুস, টি সি এম স্পোর্টস। তাও তিন বছরের জন্য। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার দুপুরে টি সি এ-‌র অফিসবাড়িতে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে প্রেস প্রিভিউ করা হয়। এতে উপস্থিত ছিলেন টি সি এ-র সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, যুগ্ম-সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস, সহ সভাপতি  তিমির চন্দ, ট্রেজারার জয়লাল দাস, এপেক্স কাউন্সিলর অলক ঘোষ এবং টিসিএম-এর মার্কেটিং ম্যানেজার রাহুল চৌধুরী। ভালো উদ্যোগ। রাজ্যের মহিলা ক্রিকেটাররা নিজেদের ট্যালেন্ট দেখানোর সুযোগ পাবেন এই আসরে।

১৭দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ৩৩টি ম্যাচ হবে। ডাবল লিক পদ্ধতিতে ৩০টি লীগ ম্যাচ। এরপর দুটো সেমিফাইনাল এবং ফাইনাল। প্ৰস্তুতি চলছে জোর কদমে। প্রেস প্রিভিউতে দলগুলির নাম ঘোষণা করা হয়। তবে ক্রিকেটারদের নাম ও টিম স্পন্সরদের বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। ইতিমধ্যে ক্রীড়া সূচি ও ঘোষণা করা হবে। কমিটির দায়িত্ব নেওয়ার পরই কর্তারা ঘোষনা করেছিলেন ত্রিপুরার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ায় একমাত্র লক্ষ্য। ওই লক্ষ্য বাস্তবায়নের প্রথম ধাপ এটি। আগামীদিনে পুরুষদেরও এমন আসর করা হবে বলে টি সি এ সূত্রে জানা গেছে। সেটি হবে এমবিবি স্টেডিয়ামে নৈশালোকে। উল্লেখ্য, ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স, ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স, ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স, ইউনাইটেড নর্থ রাইডার্স, ধলাই ওয়ারীয়র্স ও সিপাহীজলা স্টার্স – এই ছয়টি দলের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ ডিসেম্বর সন্ধ্যায় খেলা শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী মন্ডলী এবং কমার্শিয়াল পার্টনার ও স্পনসররের আধিকারিক বৃন্দ ও টিসিএর কর্মকর্তা প্রমূখ উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!