স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : গাড়ির ধাক্কায় গুরুতর আহত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঁচালী ভট্টাচার্যী। বর্তমানে জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাজধানীর মন্ত্রী বাড়ি রোড এলাকায় দলীয় কর্মসূচী শেষে বিকালে রিক্সা করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের জায়া পাঞ্চালী ভট্টাচার্য। মন্ত্রী বাড়ি এলাকায় পেছনে থেকে এসে একটি গারি রিক্সায় ধাক্কা মারে।
এতে রিক্সা থেকে ছিটকে পড়েন পাঞ্চালী ভট্টাচার্য। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। উদ্ধার করে প্রথমে নিয়ে জাওয়া হয় আই জি এম হাসপাতালে। সেখান থেকে স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন বিরোধী দলনেতার স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্য। মাথায় সেলাই লাগে তাঁর। সিটি স্ক্যান ও এক্সরে করা হয়েছে। চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি। খবর পেয়ে ছুটে যান সিপিএম নেতৃত্ব।