Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যতিপরা মথার সাথে জোট সম্ভাবনা উড়িয়ে একক লড়াইয়ের ইঙ্গিত

তিপরা মথার সাথে জোট সম্ভাবনা উড়িয়ে একক লড়াইয়ের ইঙ্গিত

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরকে কেন্দ্র শাসক দল বিজেপির আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে। তাই, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে লড়াই করেই ক্ষমতায় প্রত্যাবর্তনে সক্ষম বলে জোর গলায় দাবি করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা। তিপরা মথার সাথে জোটের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এদিন তিনি বলেন, আজ একদিনের ত্রিপুরা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, পিছিয়ে পড়া উত্তর-পূর্বাঞ্চলকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত ৮ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজকেও তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, প্রধানমন্ত্রী মোদী যেভাবে উত্তর-পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাতে ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুণরায় সুযোগ দেবেন। এই সুযোগ পাবেন বলে তিনি ১০০% আাশাবাদী বলে জানিয়েছেন।

তাঁর কথায়, ত্রিপুরায় বিজেপি সরকারের প্রত্যাবর্তন হবে। কারণ, গত কয়েকবছরে নরেন্দ্র মোদী কথার বদলে জনগনের সুযোগ সুবিধার জন্য কাজ করে দেখিয়েছেন, জনগন তা বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার জনগনের জন্য সেবা করে যাবে।

এদিন তিনি তিপরা মথার সাথে জোট প্রসঙ্গে বলেন, গনতন্ত্রে বিরোধী দল থাকবে। তবে, এককভাবে লড়াই করার ক্ষমতা রাখে বিজেপি। তাঁর বক্তব্য, জোটের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। তবে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচী গ্রহণ করা হয়েছে, বলেন তিনি। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য