Saturday, July 12, 2025
বাড়িজাতীয়‘যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁরা লজ্জিত হবেন শিগগিরই’, কেন বললেন অমিত শাহ?

‘যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁরা লজ্জিত হবেন শিগগিরই’, কেন বললেন অমিত শাহ?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ জুন : সাম্প্রতিক সময়ে বারবার দেশের আঞ্চলিক ভাষাগুলির উপর হিন্দির আগ্রাসনের অভিযোগ উঠেছে। ভাষা বিতর্কে নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ-র। সেই শাহ এবার অঞ্চলিক ভাষার গুরুত্ব বোঝাতে বললেন, দেশে যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁদের এবার লজ্জিত হতে হবে! ভারতের ভাষাতাত্ত্বিক ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার সময় এসেছে বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি ভাষাবিতর্কে ব্যাকফুটে শাহ?

বৃহস্পতিবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে মাতৃভাষার গুরুত্ব নিয়ে সোচ্চার হন তিনি। বলেন, “এই দেশে যাঁরা ইংরাজিতে কথা বলেন, তাঁদের খুব শিগগিরই লজ্জিত হতে হবে। অচিরেই এমন সমাজ গঠিত হবে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভাষাগুলি আমাদের সংস্কৃতিক রত্ন। আমাদের ভাষাগুলি ছাড়া প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারব না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আধসেদ্ধ বিদেশী ভাষা দিয়ে পূর্ণাঙ্গ ভারতের ধারণা করা যায় না।” আরও বলেন, “আমি জানি লড়াইটা কত কঠিন। কিন্তু আমি এটাও জানি, ভারতীয় সমাজ এটা জিতবে। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব।” শাহ জানান, ২০৪৭ সালে উন্নত ভারত গড়ে তুলতে ভারতের ভাষাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

প্রসঙ্গত, হিন্দি ভার্সেস আঞ্চলিক ভাষার লড়াইয়ে বারবার সোচ্চার হয়েছে দক্ষিণের রাজ্যগুলি। ভাষাযুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছে বিজেপি শাসিত দক্ষিণের রাজ্যগুলিও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন একধাপ এগিয়ে অভিযোগ করেছেন, নয়া শিক্ষানীতিকে ব্যবহার করে সুকৌশলে আঞ্চলিক ভাষাগুলির উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে শাহের আঞ্চলিক ভাষাপ্রীতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য