Tuesday, July 15, 2025
বাড়িজাতীয় বিচারপতি বর্মাকে অপসারণের সুপারিশ তদন্তকারী দলের

 বিচারপতি বর্মাকে অপসারণের সুপারিশ তদন্তকারী দলের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ জুন : বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনেই ছিল রাশি রাশি ৫০০ টাকার নোটের স্তূপ! রিপোর্ট দিয়ে এ বার এমনটাই জানাল সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া তিন বিচারপতির তদন্ত কমিটি। সম্প্রতি ৫৫ জন প্রত্যক্ষদর্শীর বয়ান সংগ্রহের পর ৬৪ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে তারা। শুধু তা-ই নয়, বিচারপতি বর্মাকে অপসারণের সুপারিশও করা হয়েছে।

চলতি বছরের দোলের দিন দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনের গুদামে আগুন লেগে যায়। দমকলকর্মীরা আগুন নেবাতে গিয়ে আধপোড়া নোটের রাশি রাশি বান্ডিল উদ্ধার করেন। সেই থেকে বিতর্কের সূত্রপাত। ওই বিচারপতিকে দিল্লি থেকে ইলাহাবাদ হাই কোর্টে সরিয়ে দেওয়া হয়। ক্রমে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ওই ঘটনার অনুসন্ধানের জন্য হাই কোর্টের তিন বিচারপতিকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। গত মাসে ওই অনুসন্ধান কমিটি একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্টে। তাতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের দিন বিচারপতি বর্মার বাসভবনের ভিতরে একাধিক প্রত্যক্ষদর্শী রাশি রাশি টাকার স্তূপ দেখেছিলেন। কেবলমাত্র বিচারপতি ও তাঁর পরিবারের সদস্যদেরই ওই গুদামে যাওয়ার অনুমতি ছিল। বহিরাগতেরা কেউ সেখানে ঢুকতে পারতেন না। বিচারপতির দাবি, এ বিষয়ে তিনি কিছু জানতেন না। কিন্তু তিনি কখনও পুলিশে অভিযোগ দায়ের করেননি। বিচার বিভাগীয় কর্তৃপক্ষকেও বিষয়টি জানাননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য