Saturday, July 12, 2025
বাড়িজাতীয়মাঝ আকাশে ফের বিপত্তি! কলকাতায় ফিরল আগরতলাগামী ইন্ডিগোর বিমান

মাঝ আকাশে ফের বিপত্তি! কলকাতায় ফিরল আগরতলাগামী ইন্ডিগোর বিমান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ জুন : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ এখনও টাটকা। তার মাঝেই গোটা দেশজুড়ে একের পর এক বিমান বিভ্রাটের খবর প্রকাশ্যে আসছে। ফের একবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলায় কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে পাইলটের তৎপরতায় পুনরায় উড়ানটিকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। বিমানের সকল যাত্রী এবং ‘ক্রু’-রা সুরক্ষিত রয়েছেন বলেই খবর। সূত্রের খবর, বর্তমানে উড়ানটির মেরামতির কাজ চলছে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। বলা বহুল্য, একের পর বিমান বিভ্রাটের ঘটনায় যথারীতি আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ইন্ডিগোর একটি বিমান। দিল্লি থেকে লে-র উদ্দেশে রওনা দিয়েছিল উড়ানটি। কিন্তু যাত্রা শুরুর পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আচমকা উড়ানের ভিতর শুরু হয় ঝাঁকুনি। এরপরই বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য