Friday, December 12, 2025
বাড়িজাতীয় শুভাংশুদের ব্যোমযাত্রার নতুন দিনঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

 শুভাংশুদের ব্যোমযাত্রার নতুন দিনঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ জুন : মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে গত বুধবার পঞ্চমবারের জন্য পিছিয়ে গিয়েছিল শুভাংশুদের ব্যোমযাত্রা। শনিবার ঐতিহাসিক মহাকাশ অভিযানের নতুন দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার, ১৯ জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্দেশে পাড়ি দেবেন ভারতীয় মহাকাশচারী এবং তাঁর বিদেশি সঙ্গীরা।

শনিবার এক্স হ্যান্ডেলে অ্যাক্সিয়ম-৪ অভিযানের নতুন দিন জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে বলা হয়েছে, মহাকাশচারী শুভাংশু শুক্লকে নিয়ে অ্যাক্সিয়ম-৪ অভিযান শুরু হবে আগামী ১৯ জুন। প্রযুক্তিগত সমস্যা চিহ্নিত করেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বুধবার মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিল স্পেসএক্স।

স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। যাত্রা শুরুর আগেই বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয়, এই মহাকাশযাত্রার জন্য যে ফ্যালকন-৯ রকেট ব্যবহার করার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার জেরেই আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা। সেদিন যাত্রার নতুন দিন জানা না গেলেও শনিবার তা জানা গেল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য