Friday, June 20, 2025
বাড়িজাতীয়কাশ্মীরে শীঘ্রই আসছে ট্রেন, ৬ জুন সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে শীঘ্রই আসছে ট্রেন, ৬ জুন সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী


জম্মু, ৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ জুন জম্মু ও কাশ্মীরের কাটরার শ্রী মাতা বৈষ্ণো দেবী রেল স্টেশন থেকে কাশ্মীরগামী বহু প্রতীক্ষিত ট্রেনটির যাত্রার সূচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১৯ এপ্রিল কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু ১৮ এবং ১৯ এপ্রিল প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছিল। তবে, এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

শ্রী মাতা বৈষ্ণো দেবী রেল স্টেশন থেকে বারামুল্লা পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস এবং বারামুল্লা থেকে কাটরা পর্যন্ত ভার্চুয়ালি আরেকটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও, চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন এবং আঞ্জি খাদের উপর ভারতের প্রথম কেবল স্টেইড সেতু এবং কাটরা স্টেডিয়ামে একটি জনসভায় ভাষণ প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের অংশ। ৬ জুন উধমপুর বিমানবন্দর থেকে চেনাব সেতুতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য