মুম্বই, ১ মে (হি.স.): বাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্রেও ধীরে ধীরে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপ রুখতে এবার মহারাষ্ট্রেও মাস্ক বাধ্যতামূলক করার কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। রবিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, কোভিড সংক্ৰমণ যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে আমরাও মাস্ক বাধ্যতামূলক করার কথা ভাবব।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, টিকাকরণ বাড়ানোই মূল লক্ষ্য মহারাষ্ট্র সরকারের। তিনি আশ্বস্ত করেছেন, যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যবাসীকে সতর্কতা অবলম্বন করতে বলেছি আমরা, কিন্তু প্রয়োজন পড়লে মাস্ক বাধ্যতামূলক করা হবে। রাজেশ টোপে জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখা হচ্ছে।