Monday, February 17, 2025
বাড়িজাতীয়বিমানের জ্বালানি মূল্যের রেকর্ড বৃদ্ধি, টিকিটের দাম বাড়ার আশঙ্কা

বিমানের জ্বালানি মূল্যের রেকর্ড বৃদ্ধি, টিকিটের দাম বাড়ার আশঙ্কা


নয়াদিল্লি, ১ মে (হি.স.) : রবিবার রেকর্ড বাড়ল বিমানের জ্বালানির দামে। পেট্রল-ডিজেলের দাম বাড়ার পরে গত ২৫ দিনে জ্বালানির দাম আর বাড়েনি। কিন্তু এবার একধাক্কায় ৩.২২ শতাংশ বাড়ল অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম, যা রেকর্ড বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে নবম বার বাড়ল এটিএফের দাম। পেট্রল-ডিজেলের মতো দৈনিক বা আন্তর্জাতিক বাজারের হিসেবে পরিবর্তিত হয় না বিমানের জ্বালানির মূল্য। প্রতি মাসের ১ ও ১৫ তারিখে এই দাম পরিবর্তিত হয়। রবিবারের হিসেব বলছে, রাজধানীতে প্রতি কিলোলিটারের দাম বেড়েছে ৩ হাজার ৬৪৯.১৩ টাকা। এবার এক কিলোলিটার এটিএফ কিনতে সংস্থাগুলির খরচ হবে ১ লক্ষ ১৬ হাজার ৮৫১ টাকা ৪৬ পয়সা। একই সঙ্গে মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে এই জ্বালানির দাম দাঁড়াল যথাক্রমে ১ লক্ষ ১৫ হাজার ৬১৭ টাকা ২৪ পয়সা, ১ লক্ষ ২১ হাজার ৪৩০ টাকা ৪৮ পয়সা ও ১ লক্ষ ২০ হাজার ৭২৮ টাকা ৩ পয়সা। রাজ্যভিত্তিক এই দামের ফারাক নির্ভর করে রাজ্যভিত্তিক করের উপরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য